প্রশিক্ষণ সংক্রান্ত পরারামর্শঃ
১। জোড়া সারির মাধ্যমে চারা রোপন।
২। সময়মত অঙ্গজ শাখা কর্তন।
৩। যদি জমিতে পানি জমে তাহলে সরাসরি বীজ বপন না করে চারা পদ্ধতিতে চাষ করলে ভাল ফল পাওয়া যায়।
৪। চারা পাতলা করণ।
৫। চারা নির্ধারিত দুরত্বে বপন করা।
৬। রুপালী বাম্পার প্রয়োগ করা।
৭। জমিতে নিয়মিত নিড়ানী, সার ও কীটনাশক প্রদান করা।
৮। ফলিয়ার স্প্রে করা।
৯। ফেরোমন ট্রাপ ব্যবহার করা।
১০। প্রয়োজনে সেচ প্রদান করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস