1। তুলা চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করা
2।তুলার ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও চাষীদের নিকট হস্তান্তর করা।
3।তুলাচাষীদের প্রশিক্ষণ প্রদান করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।
4।প্রযুক্তি সম্প্রসারণের জন্য প্রদর্শনী প্লট স্থাপন করা।
5।তুলা ফসল পরিদর্শন ও চাষীদের পরামর্শ প্রদান করা।
6।তুলা চাষীদের ঋণ ও অন্যান্য উপকরণ প্রাপ্তিতে সহায়তা করা।
7। চাষীদে মাধ্যমে প্রত্যায়িত মানের তুলাবীজ উৎপাদন করা।
8। তুলাচাষীদের উৎপাদিত বীজতুলা বাজারজাত করণে সহায়তা প্রদান করা।
9। চাষীদের মান সম্পন্ন তুলাবীজ উৎপাদনে সহায়তা করা।
10। চাষীদের উন্নত মানের তুলাবীজ সরবরাহ নিশ্চিত করা।
11। তুলা ফসলের সাথে সাথী ফসল চাষকে জনপ্রিয় করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস