তুলা ফসলের ডিসেম্বর মাসের করণীয়:
১। নাবি তুলার জমিতে শেষ কিস্তির সার প্রয়োগ করতে হবে।
২। তুলা ক্ষেতে নিয়মিন জাব, জ্যাসিড পোকার স্প্রে করতে হবে।
৩। তুলা জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে।
৪। এই সময় ফলিয়ার স্প্রে করলে তারা ডগার বোল পুষ্ট হয়। তাই নিয়মিত ফলিয়ার স্প্রে করতে হবে।
৫। তুলাগাছে ১৮-২০ টি ফলধারী শাখা হয়ে গেলে অবশ্যই তুলাগাছের ডর্গা কর্তন করতে হবে।
৬। তুলার বোল পচার লক্ষ্যণ দেখা গেলে ছত্রাকনাশক প্রয়োগকরতে হবে।
৭। ফুটোন্ত শুকনো তুলা জমি থেকে সংগ্রহ করে ভালো করে রোদে শুকিয়ে পাটের বস্তায় সংরক্ষণ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস